সাহিত্য

আঁচ

আঁচ
চাওয়া পাওয়ার বঞ্চনাতে জড়িয়ে আছিস তুই ইচ্ছে করে নিত্য ভোরে তোর হৃদয়টা ছুঁই এই যে দূরের বাদ্য যেটা , থাকলো না হয় দূরে তুই কেন রে হারিয়ে যাবি সুরের অচিন পূরে এই যে পাতার গোঙ্গানি আর বিলাপ করা গান শুনতে কি তোর ভাল্লাগে রে? জুড়ায় কি তোর প্রাণ? পেতে পেতে গা সয়ে যায় অমূল্য সুখ পাখি! এতো পেয়েও রইলো কেন কোটি চাওয়া বাকি! চলতে পথে থামিনি কোথাও হাত দুটি তোর ধরে ফাঁক কি ছিল বলনা আমায় পেতে আপন করে? তোর তরুরই নীচে বোনা আমার মায়ার গাছ কেন দিলিনা একটু ছায়া, বাচিয়ে রোদের আঁচ!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)