সাহিত্য

জুলাই ২০২৪

জুলাই ২০২৪

কেমন করে জুলাই হলো

কতক জীবনের শেষ পেরেকের গল্প

তার ও আছে অনেক অজানা সুপ্ত কিছু অল্প

তবু জুলাই আসে ফিরে 

বছর ঘুরে, 

স্মৃতির ভারে ভারি হতে থাকা হৃদয় 

ক্ষয়ে যাবে কখনো 

জুলাই আসবে বাঁচবে না তবু স্বপ্ন! 

শেষ পেরেকের গল্পটা থেকে যাবে অজানা

জুলাই তবুও আসা থামবে না। 


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)