যাযাবরের মতো মাঝেমধ্যে একটু নিজের জন্য "সময়" খুঁজে ফিরি! না পেলে প্রথমে অভিমান তারপর দীর্ঘশ্বাস তারপর ক্ষোভ,রাগ! তবুও তো পাই না। কখনো মেনে নেই।কখনো অপেক্ষা করি।
যখন ওই শহর থেকে এই শহরে আসি,প্রতিবার আসার আগে অনেক গুলো কাজ,ইচ্ছের ঝুড়ি নিয়ে আসি। আসলে সবই নিজেকে দেয়া সান্ত্বনা! "ওখানে যেয়ে এটা করবো,এগুলো কিনবো,ওটা খাবো,অনেককে দেখবো, অনেক গল্প করবো,মন খুলে হাসবো,নি:শ্বাস নিব" এরকম অজস্র আবদারের ডালিটা নিয়ে আসি এরপর আবার ফিরে যাই!
ট্রেন ছেড়ে দেয়,আমার চোখ ভিজে অশ্রু গড়ায়। ইচ্ছের ডালিটা বারবার সামনে এসে বসে! আমি ফিরেও তাকাই না। ওখানকার কিছুই ধরা হয়নি। কেবল এক চার দেয়াল থেকে আরেক চার দেয়ালে ঘুরি ফিরি শুধু! জায়নামাজে চোখ ভিজে উঠে কিন্তু ঠোঁট নড়ে না। ভাষাগুলো ও ক্লান্ত যেনো। তবুও ভেতর থেকে শুনতে পাই,কেউ শোনাচ্ছে-
'এক সময় আসবে যখন আমার রব আমায় এতোওও দিবেন,যে আমি ভুলে যাব এই সব দিন রাত্রী! '
কিছু সম্পর্ক থাকে,সেগুলো কেন জানি,বাস্তবতার ধাক্কায় বারবার এক বা দুই প্রান্তে চলে যায়। একই জায়গায় স্থির থাকে না। হয়তো একই সাথে বসবাস তবুও তফাত অনেক।
সমাজ শেখায়,সম্পর্কের উঁচনিচ-বিভেদ, ধর্মের ব্যাখ্যায় শেখায় কেবল ই দূরত্ব,এতোটাই যে, কেউ কাউকে স্বচ্ছ আলোয় দেখতে চায় না। দেখা যায় না।
তত্ত্ব শেখায়,সম্পর্ক অনেক জটিল আর নাজুক। আর বাস্তবতা? ভালো মন্দ যা ই হোক,বছরের পর বছর পার করাটাই সাফল্য।
এই শহর আমাকে বুঝতে শিখিয়েছে,চিনতে শিখিয়েছে,ভাবতে শিখিয়েছে কেবল ধরে রাখতে শেখায়নি। তাই তো সব কেবল চলেই যায়,জীবন থেকে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)