সাহিত্য

আবেগের কাছে বিবেকের পরাজয়

আবেগের কাছে বিবেকের পরাজয়
দেখা যাক, আর কতদিন ঠেকানো যায়, আবেগের কাছে  বিবেকের নির্মম পরাজয় কতদিন ভিজে গেলে শিশিরেতে পা- ভাবা যায় এতো ভোরের সহজাত প্রবৃত্তি , শিশির নয়তো কোন আলতো শিহরণ ! ভালবাসায় বিলীন তার অদৃশ্য ছোঁয়া   কতদিন, দূরে জ্বলা নিয়নের আলো থেকে, ফিরিয়ে রাখা যায় আলো প্রিয় উন্মুখ হৃদয় - এই ভেবে- নিয়নের জ্বলা নিভা নিত্ত সভ্যতার ই অঙ্গসাজ !   দেখা যাক কতদিন ঠেকানো যায় আবেগের কাছে বিবেকের নিষ্ঠুর আত্তহুতি , কতদিন পথের ধারের হাস্নাহেনার ঘ্রানে আকুল না হওয়া যায়, ভাবা যায়- ওর কাছে যেতে নেই- ওতে আছে বিষধর সাপ ।   দেখা যাক কতদিন চোখ বুঝে থাকা যায় এই ভয়ে - যে খুল্লেই ঝলসে যাবে হতবাক নয়ন,   দেখা যাক কতদিন না শুনে থাকা যায় আবেগের গগনবিদারী দুঃখ গাঁথা! কতবার ঠেকানো যায়, আবেগের কাছে বিবেকের পরাজয়   দেখা যাক কতদিন আর কতদিন বৃত্ত বন্দি থাকা যায়, কতদিন ভাবা যায়- বৃত্তের বাহিরের জীবনটাই এলোমেলো!   দেখা যাক- কতদিন হাঁটা যায় এই মরুময় পথে, কতদিন খোঁজা যায়- প্রিয় তোমার ছায়া কতদিন ওই সবুজ কে ভাবা যায় - অবুঝের সান্ত্বনা । কতদিন হাতের কাছে থাকা আবেহায়াত কে দূরে ঠেলে ও ভাবা যায়- তৃষ্ণার্ত হৃদয়ের হাহাকারেও বেঁচে থাকে চাওয়া পাওয়ার গান। দেখা যাক, কতদিন থাকা যায় শ্মশানচারী সন্ন্যাসী হয়ে ভাবা যায়- না না! এই ভাবনা আমার নিজের নয়!   দেখা যাক- আর কতদিন আদম হাওয়া খুঁজে বেড়ায় নিজেদের, জগতের বিরান সুনসান বালুকায়, কতদিন থাকতে পারে একাকী নিঃসঙ্গ! দেখা যাক কতদিন ভাবা যায় সন্ন্যাসিনীর জীবনে প্রয়োজন বিহীনছিল সন্ন্যাসীর আগমন।   দেখা যাক- কতদিন না শুনে থাকা যায় হিজলের ডাক জীবনের এই ঝরাপাতার দিনেও কতবার অগ্রাহ্য করা যায় অন্য জগতে হারানোর উদাত্ত আহ্বান! আকাশের তারাদের নিমন্ত্রন! কতদিন  বন্ধ করে রাখা যায় দক্ষিণের জানালাটা কতদিন ঠেকানো যায় চির চাওয়া মৃত্যুর আলিঙ্গন।   দেখা যাক- আর কতদিন ঠেকানো যায় এই মিথ্যুক আবেগের কাছে সত্যপ্রিয় বিবেকের নির্মম পরাজয়!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)