সাহিত্য

আমি আর আকাশ দেখিনা

আমি আর আকাশ দেখিনা
আমি আকাশ ছুতে চেয়েছিলাম, আকাশ শুধু ভিজিয়েছিল আমায়,তার বর্ণহীন জ্বলে আমি মৃত্তিকার প্রাণ বলে আমায় তাচ্ছিল্য করে বলেছিল- কোথায় তুমি আর কোথায় আমি! নীল বেদনার ইথারে ইথারে গুঞ্জরিত আমার হতাশার গান, সেদিন সুদূর ঐ নীলিমা শুনেনি। তার বুকে ঠাই হয়েছিলো, মুক্ত স্বাধীন ডানাওয়ালা বিহঙ্গদের, আমি শুধু দূর থেকে দেখেছি। অবশেষে মাটি আমায় কাছে টানল । শেকড়ের সন্ধান করতে করতে , একদিন টের পেলাম এই মাটির উষ্ণতা । দূরের নীহারিকার নীল রঙের চেয়ে এই মাটিকেই আমার নির্মল মনে হোল , মাটি ই যেন অনেক বেশি আপন, স্বার্থহীন , বিনয়ী সত্ত্বা । এখন নীলিমা আমায় ছুতে চায় , কারন বিহঙ্গরা অন্য কোথাও নীর বেঁধেছে। কিন্তু আমি আর আকাশ দেখিনা আমি আর তার অনুকম্পার জ্বলে ভিজিনা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)