সাহিত্য

যেদিন থেকে তুমি নেই

যেদিন থেকে তুমি নেই
যেদিন থেকে তুমি নেই, একটা কাব্য ও আসেনি কলমে হারিয়ে মনের খেই।   যেদিন থেকে তুমি ছিঁড়লে গোলাপ ফুল, বাগানটা হায়  খালি পড়ে রয় সে কি নিদারুণ ভুল!   জানতে কি তুমি এভাবেই শূন্য হবে সাগরের জল! তোমার বিহনে ক্ষণে ক্ষণে বুকে ঢেউ উঠে টলমল।   আসলেই জানো! হিজলের ডাক খুব খুব জ্বালা দেয়, কান্না তো দিলে কান্নার ব্যাথা বুক পেতে কে বা নেয়!   জানো এই মাঝরাতে কোনদিন আমার ও শান্তির নিদ ছিল। তোমার এই ঘুম যে আমার নিদ্রা ছিনিয়ে নিলো!   একটাই কি তোমার  উপায় ছিল এভাবেই মনে থাকার? সময় ও  দিলেনা নতুন ফুলের নতুন মাল্য গাঁথার!   জানিনা তুমি পেয়েছ কি  সুখ, যেই সুখের কাঙ্গাল ছিলে, আমার যে এখানে কাটে না প্রহর, হিসেব না তার মিলে।   বুক ভরা ব্যাথার উষ্ণতা  কভু  জানতে তুমি যদি এতোটা দূরে থাকতে কি আমার চিরচেনা সেই নদী? তোমার আমার মাঝখানে দেখো দুই জীবনের পথ, আমার যে আর চলছেনা পা, যাত্রা বড়ই স্লথ।   তারাদের কাছে জানতে চেয়েছি কেমন আছো তুমি? কেমন আছো বানিয়ে আমার জীবন মরুভূমি। ঘুম থেকে জেগে এখন যে আর খুঁজি না তোমায় মোটে, মনের কথা সরব হয়ে হয়ে আর যে আসে না ঠোটে। ভালো থাকো তুমি তারাদের দেশে,  কাঁদুক না এই মন কেমন আছি জানতে চেয়ো না  নিষ্ঠুর হিজল বন ।    

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)