সাহিত্য

সবই অভিনয়!

সবই অভিনয়!
একটি কোষ বিভাজিত হতে হতে দেহ,তারপর পূর্ণ রূপে মায়ের কোলে। এইত শুরু হল জীবন। আর আমরাও এই সময় থেকেই অভিনয় শুরু করি। খাবার চেয়ে, আদর চেয়ে , সঙ্গ চেয়ে কত অভিনয় আমাদের শিশু বয়সে ! কৈশোর বয়সে ,তারুন্যে আমরা বোধকরি লেখাপড়া আর বন্ধু সমাজে একটু আলাদা পরিচয় বানাতেই অভিনয় করি। অনেকে আবার কেয়ারলেস একটা ভাব ধরি। যৌবন কেটে যায় সবার কাছে ভাল হয়ে থাকার প্রবনতায়, অথবা কোন একজন বিশেষ কারো দরজায় একটু খানি শব্দ! জীবনে যখন আরেকজন এসে যায়, আমাদের আসল অভিনয়ের পরীক্ষা টাও তখনি শুরু হয়। এতদিনের ওয়ার্ম আপ সেশন এর দক্ষতা দেখাতে হয় এখানেই। দু পক্ষই অভিনয় করে যায়, কোমলে - কঠোরে , শাষনে - আবদারে, ভালবাসায় - ঘৃণায়, কোথায় নেই অভিনয়। জানায়-অজানায় অভিনয় রন্ধ্রে রন্ধ্রে ধাবিত আমাদের। ঝামেলা এড়াতে, মায়া বাড়াতে এর চেয়ে মোক্ষম কি আছে আর ? কম বেশী সকলেই জানি আমরা অভিনয় করে যাচ্ছি, অহর্নিশ । এই করতে করতে নিজের স্বত্বা টিই এখন চেনা মুশকিল। কোথায় আছে বেচারি? এত অভিনয়ে সে বোধকরি মুখটিও বের করতে ভয় পায়। আহা, একটু যদি নিজের ভেতর আসতে পারতাম, একটু যদি প্রান ভরে শ্বাস নিতে পারতাম। কিন্তু তাহলে যে সবাই ভুলে যাবে। আমাকে, আমার অস্তিত্ব কে, আমার ছায়াকে,মায়াকে, কায়াকে! "ভুলে যাও, মুখের রংচংগুলো ধুয়ে একটু হালকা হই, একটুখানি আমি হই"।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)