সাহিত্য

ফিরে দেখা-কেউ কথা রাখেনি

ফিরে দেখা-কেউ কথা রাখেনি
কেউ কথা রাখেনি ছোট বেলায় বাবা অনেক আদরে বলেছিলেন, তোকে আমি সারা জীবন কাঁচের বাক্সে রেখে দেব। যেথায় বালিকা তার স্বপ্ন গুলো হাতে নিয়ে খেলবে রাত দিন। এরপর কত বসন্ত গিয়েছে পেরিয়ে গিয়েছে কত কত দিন আমি হিসেব করিনি। আমায় কেউ কাঁচের বাক্সে তুলে রাখেনি। মঙ্গলবারে আসা বুড়ো ফকির বলেছিল অনেকবার বড় হলে তুই রানী হবি একদিন ছুঁয়ে দিতে পারবি অনেক রং । পেরিয়েছে সতের বছর এরপর আমি আর কত বড় হব বুড়ি? কত বড় হলে বড় হওয়া হয়? আমার তো আর রাজ্য গড়া হলোনা। একটা স্বপ্নও ছুঁতে পারিনি আমি, কত কত দিন মুছে গিয়েছে হিসেবের খাতা থেকে, শুধু চেয়ে চেয়ে দেখেছি মানুষদের হারিয়ে যাওয়া আর আমার স্বপ্ন গুলো হারিয়েছে,ভেঙ্গেছে চুরচুর রঙ্গীন দিন গুলো একটা একটা করে রং মিলিয়েছে স্বপ্নের ফেরিওয়ালা আমার উঠোনে দাড়ায়নি চেয়ে চেয়ে দেখে গিয়েছি কেবল অন্যের স্বপ্ন উল্লাস আমার তো কিছু রং কিনে নেয়া হলোনা। কত আশ্বাস দিয়েছিল সকলে বলেছিল সবাই, দেখ চেয়ে সামনেই তোমার নতুন কত দিন! আমার দেখা হয়নি কিছুই, সেই নতুন দিন সেই স্বপ্ন রঙ্গীন আমায় ছেড়ে গেছে সবাই। লাল শাড়িটা গায়ে জড়িয়ে বরুনা নারী হতে চেয়েছিল খুব করে চেয়েছিল স্বপ্ন কিছু জড়িয়ে নিতে সাথে। চেয়েছিল নিজের পাঁচটি নীল পদ্মের দায়িত্ব ছেড়ে দেবে কোন এক রাজ পুত্রের হাতে। পারেনি সে, বরুনারা পারেনা। বরুনা এখন তাই যেকোন এক নারী। কেউ কথা রাখেনি বেহিসেবের এতগুলো বছরে কেউ কথা রাখে না। (সুনীলের কেউ কথা রাখেনি কবিতার অবলম্বনে)

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন