সাহিত্য

কে?

কে?
  আকাশ নাকি মেঘ?বলোত সুন্দর কোনটা? রাশি রাশি নীলের গায়ে সাদা সাদা মায়া একে অপরকে করেছে নীবিড় আলিঙ্গন। আমি কি বলতে পেরেছি পার্থক্যটা? নক্ষত্র নাকি চাঁদ?কে বেশি একা? মিটমিট করে জ্বলা আশা আর অসীম শূন্যতা বোধ এছাড়াও আছে কিছু ধুলাবালির কারসাজি, আর কিছু যায় দেখা? সাগর আর পাহাড়,কে বলো মহান বেশী? দু'জনেরই আছে ঝরে পড়া কান্না, আছে তরল আগুন, আছে বিদ্যুৎ । কারো কম কারো বেশী। পথ নাকি পথিক? কে চায় গন্তব্য? একের গায়ে ছায়া ফেলে চলে যায় আরেক ছায়ায় ছায়া,হাতে হাত রেখে টেনে দেয় বিন্দু সমাপ্য। হার হয়েছে কার,আমার নাকি তোর? আমি ছায়া হব তোর সখী, তুই মোর মায়া হয়ে আয় আজ, দুজনে মিলে বাঁধি আয় পুরাতন সেই জোড়।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)