বিবিধ

ঠগবাজীর সম্পর্ক-সম্পর্কের ঠগবাজী

ঠগবাজীর সম্পর্ক-সম্পর্কের ঠগবাজী
২০১২ ডিসেম্বর।কক্সবাজার-সেন্ট মার্টিন-কক্সবাজার।আজাইরা এই জায়গা গুলাতে ঘুরে এত মজা কেন পাওয়া যায়,আল্লাহ জানে।আবারো চক্কর কাটলাম কয়দিন।ব্যাস্ততার মাঝ থেকে একটু বিশ্রাম আর সম্পর্কের সজীবতার আশায়। এবার ফেরার পালা।রাতের বাসে ঢাকা ফেরত আসবো।যাই হোক,খুবই আনন্দের সাথে বাসে উঠে বসেছি।কক্সবাজার গেলে সবচাইতে বেশি নজরে আসে নব বিবাহিত দম্পতি।এইটা ট্রু ফ্যাক্ট।তো,আমাদের সাথেও বাসে অনেক সেই রকম জনগন।এর মাঝে আমাদের পেছনের সীটে বসা দুই কাপলের কথা বলাই বাহুল্য।বুঝাই যায় পরষ্পরের বন্ধু মানুষ,উভয় জোড়াতেই বয়স জনিত ব্যাবধান লক্ষনীয়।জাজমেন্টাল চিন্তাভাবনা বেশি হয়ে যাচ্ছে??থাক ভাই,আমার কি?এরকম হতেই পারে।তাদের উচ্চস্বরে গুটুর গুটুর টাই মেজাজ খারাপ করছিলো। কি কি দেখলো,কি কি বাদ গেল,আরো কি কি শপিং হইলে আরো কত কি হইত।এই সব শুনতে শুনতে দেড় ঘন্টা পার।একটা সময় পুরো বাসের সবাই মোটামুটী ঘুমিয়ে গিয়েছে।এমন সময় দুই ব্যাক্তির একজন তার ফোনে কল রিসিভ করলেন একটা,"হ্যালো,কি হইচ্চে??আসতেসিনা আমি?পোলা পড়তে না বসলে পিডায় ঠ্যাং ভাংতে পারোনা তো পোলাপাইন মানুষ করবা ক্যামনে?বিচার আচার বাড়িত আইসা করুম নে।ফোন ধরুম ক্যান?মিটীং-ছিটিং বুঝ কিছু তুমি?আররে আসতাসি,আইসা কথা কমু"। দ্বিতীয় জন পেছনের সীট থেকে উত্তর দিলেন,"আমারডায় এখন ও করে নাই।ফোন সাইলেন্ট দিয়া রাখি"। আমার সাত দিনের আরাম-সুখ-আনন্দ মুহূর্তেই কালো।সম্পর্কের পেছনের গল্পগুলো এত অন্ধকার কেন?কেন সুন্দর সব সম্পর্কের গল্প সুন্দর হয়না সবসময়? ভাই-বোন,বন্ধু-বান্ধব,স্বামী-স্ত্রী এবং আরো যত সম্পর্ক আছে পৃথিবীতে,কেন দিন দিন জটীল,খোকলা আর নাম সর্বস্ব হয়ে যাচ্ছে?জানা-অজানায় সম্পর্ক গুলো কোথায় চলে যাচ্ছে? খোঁজ নিন,যত্ন নিন।সুন্দর ভাবে টীকিয়ে রাখু...।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন