সাহিত্য

এলোমেলো ভাবনা সব

এলোমেলো ভাবনা সব
রাতের আঁধার কালো নয়, নিকষ কালচে নীল। দিনের আলো যখন চোখে ধা ধা লাগায় , তীব্র আলোয় আমাদের আবেগ গুলো বাষ্প হয়ে যায়।সারা দিনের উদবায়ু হয়ে ওড়া বিন্দু বিন্দু জল্কণা একত্র হয়ে রাত নামে।শান্ত আবেগের গাঢ় নীল চাদরে ঢেকে ফেলে চারিপাশ। আমরা আবেগের ধেয়ে আসা সহ্য করতে পারিনা। আশ্রয় পেতে চাই ঘুমের দেশে। ঘুম,সে ত এক জাদুর টনিক। আবেগ, অনুরাগ, ক্ষোভ, অপমান... সব ভুলিয়ে দেয় ঘুম। প্রতিদিন তাই নতুন দিনের শুরু। নতুন করে আবার শুরু পথ চলা। তারপরেও কিছু মানুষ আবেগ পুষে রাখে।আমিই যেমন। পেছনের ছায়াটির মায়া ছেড়ে দু কদম চলতে পারিনা।রাত তাই আশীর্বাদ হয়ে আসে আমাদের জীবনে। এই একটাই সময় আমার দুঃখবিলাসের।রাতের প্রতিটি পল তাই অমৃত এই আজীবন তৃষ্ণার্তের কাছে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)