সাহিত্য

তুমি ইঞ্জিন হলে আমি হবো মোমের পুতুল

তুমি ইঞ্জিন হলে আমি হবো মোমের পুতুল
    তুমি দেখি আর মানুষ নেই হে হয়ে গেছো ইঞ্জিন, তোমার কানে ঢুকেনা কাচভাঙ্গা চুরির শব্দ রিনঝিন  । তুমি মেশিন হলে? আমি হবো মোমের পুতুল, পাথরের রাজ্যে বিবর্ণ হবে যতো বাসন্তী ফুল। ঘুমাতুর এক রাজকন্যা আছে তোমার আশায় চেয়ে, তোমার হাতের আলতো ছোঁয়ায় ফুলে ফুলে যাবে ছেয়ে। সেই রাজকন্যার ললাট এবং ওষ্ঠ রাঙাবে লালে, সেই প্রতীক্ষায় দিন গুনে সে যে হপ্তা এবং সালে। তোমার বিহনে কবিতারা সব হোল আজ বনবাসী, হেলায় হেলায়  দিয়েছ মুছে রাজ কন্যার হাসি । যন্ত্রই যদি  হয়ে যাবে  তুমি হবোনা কি মাটির প্রতিমা? ইঞ্জিন হয়ে চলতে পারার তুমি যে মহান উপমা।   কবে তুমি ওগো আসবে এই নিষ্প্রাণ পাথর ঘরে, আমি যে এখানে সাজাই পুস্প ভালবেসে থরে থরে, তোমার ছোঁয়ায় ফুটবে আবার কবিতার শিউলি মালা ফাগুন ফুরিয়ে ওই বুঝি এলো আধার শীতের পালা।  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ