সাহিত্য

অন্তঃপুরিকা

অন্তঃপুরিকা
অনেক অনেক মানুষের ভীড়ে যায় কি দেখা আমার মুখ? অনেক সুখের পুলক বোধে যায় কি বোঝা আমার দুখ? হাজার সুরের অনুরণে শুনতে কি পাও আমার বীণ? অনেক স্তুতির নিচে চাপা তোমার কাছে আমার ঋণ। দুখটুকু থাক, সুখটুকু নাও এইত আছি অনেক ভালো, রাতের আভাস আবেশ নিয়ে ভালবাসি দিনের আলো।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)