সাহিত্য

কুড়িয়ে পাওয়া ৫০০ টাকা

কুড়িয়ে পাওয়া ৫০০ টাকা

 

সে যে ছিল কুড়িয়ে পাওয়া ৫০০ টাকার মতো!

ভবিষ্যতে লাগবে কাজে খরচ করবে কতো!
ঝকঝকা না তকতকা না তবুও ৫০০ টাকা,
থাকলে সাথে পকেটটি নয় এক্কেবারেই ফাঁকা!
নাই মামার চেয়ে কানা মামা থাকা ও নাকি ভালো,
জলজ্যান্ত ৫০০ টাকা করলো জীবন আলো!
হোক না তা ছেড়া ফাড়া ময়লা টাকার নোট!
পথের পাশে এই বা কে কুড়িয়ে পায় রোজ। 
না চাইতেই রাহের কড়ি পায় গো যে জন ভাই
সেই কড়িরই কানা কড়ি মূল্য দিতে নাই!
হেসে খেলে দিনটি কাটে আহ্লাদে আটখান,
ফুর্তি আমোদ করতে ৫০০ টাকার কতোই মান ।
ভাঙতে ভাঙতে টাকার ওদিক প্রাণ গেলো প্রাণ যায়,
টাকা শুধুই দিয়েই গেলো দামটি সে কই পায়!
কুড়িয়ে পাওয়া নোট সে যতই হোক না কাজের কাজি, 
মালিকটি তার কাজ ফুরালেই হয় যে ভীষণ পাজি। 
একদিন ঠিক সে টাকাটার দৌড় ফুরাল শেষে,
কোথায় গেলো অস্তিত্ব তার কোন সে হাওয়ার দেশে! 
মালিক এখন ছুটছে আবার হাজার টাকার পিছে, 
নতুন নোটেই আশ মিটাবে হিসাবটা নয় মিছে


আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)