সাহিত্য

ভুলে যেও প্রিয়

ভুলে যেও প্রিয়
M3361S-3034 আমাকে ভুলে যেও প্রিয় গোধূলির অন্তিম সূর্য আমি  কষ্ট হলেও এ কথা মেনে নিও। যে পথ তোমার উপরে ওঠার সিঁড়ি হয়ে পথ চলে, সে পথ আমার পতন্মমুখ জীবনের কথা বলে। নিজের চোখেই বিশ্ব তুমি দেখতে পারো জানি, আমার চোখে শুধুই পাবে ছলকে ওঠা পানি। হবে তুমি নতুন দিনের অরুণ রাঙ্গা ভোর , স্বর্গের দেবী তোমায় দেখে খুলবে তারই দোর। হয়ে যাবে নীল নীলিমার অস্পৃশ্য এক তারা, ঊঠবে যেদিন ভুবন জুড়ে জাগবে নতুন সাড়া। আমায় পাবে ফুলের মেলায়, উদাস দক্ষিণ হাওয়ায় থাকবো আমি বৃষ্টি ফোটায় মেঘের হারিয়ে যাওয়ায়। থাকবো আমি ক্ষত হয়ে বুকের নরম ঘাসে, পড়বে মনে আমায় তোমার সকল সর্বনাশে। থাকবে আমার কাব্য কণায় আহত শব্দ গাঁথায়, থাকবো তোমার সুখে দুখে নিত্য দিনের পাতায় পথের পাশে দেখবে যখন বুনো লাজুক লতা, পড়বে মনে ফেলে আসা লজ্জাবতীর কথা। তবুও তোমায় বাঁচতে হবে এই তো আমি বিনা জীবন্মৃত বাঁচবো আমিও শুধুই তুমিহীনা

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)