সাহিত্য

জুয়াখেলা

জুয়াখেলা
jua কথা ছিল কলিগুলো ফুটবে, ফুলের দুপাশে জেগে ওঠা আশ্রিত পুষ্পরা একদিন ঠিক ঠিক বিকশিত হয়ে উঠবে। কিন্তু ওরা আর আলোর মুখ দেখেনি। যেমন আগাছাকে কেউ বৃক্ষ বলে না পরজীবীকে কেউ প্রাণী বলে না, জীবাশ্ম কে কেউ জীবন্ত বলে না, ঠিক তেমনি পুস্প ভ্রূণকে কেউ ফুল বলেনা। মায়ার অভাব ছিল, ছিল মূল ফুলের নিংড়ানো ভালোবাসার রসের অভাব ও, তাই ওরা আর আলোর মুখ দেখেনি শুকিয়ে রিক্তই হয়েছে শুধু, ঠিক তোমার ভালোবাসার মতো। ভালোবাসা আর জুয়াখেলা নাকি আজকাল সমার্থক শব্দ! মনের আনন্দে খেলা আর লোভে পরে খেলার মাঝে জানো তো দুই পৃথিবীর ব্যবধান? অথচ দেখো! ভালোবাসা যখন বৃক্ষ হয়না তাকে কিন্তু আগাছা বলাই শ্রেয়। ভালোবাসা যখন পুস্প ভ্রূণের মতো কলিতেই মরে যায় তখন তাকে বসারাই  গোলাপের সাথে তুলনা দেওয়া  কবির বাতুলতা ছাড়া আর কিছুই না। কোন একদিন ভালবেসেছিলে এই বলে বিবেককে আর মানুষকে  আর ধোঁকা দিও না যদি সত্যিই ভালোবাসতে তাহলে এভাবে আগাছা হয়ে কিংবা শুকিয়ে যাওয়া ফুলের কলি হয়েই অস্তিত্ব বিলাতে হতো না...............

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)