সাহিত্য

নারী কিংবা পুরুষ বনাম হোমো স্যেপিয়ান!

নারী কিংবা পুরুষ বনাম হোমো স্যেপিয়ান!
দিন বদলের সাথে সাথে আজ একটাই দাবী জেগে উঠেছে "মানুষ ও নারী" শব্দ দু'য়ের ব্যবধান ভাঙতে চাই, এক হয়ে যাওয়ার পরিবর্তন চাই ঠিক তেমনি ভাবেই- যেমন করে পনেরো শতাব্দী আগে এক জান্নাতী মহাপুরুষ ভেঙেছিলেন শুধু কন্যা শিশু জীবন্ত কবর দেয়ার নিষ্ঠুরতম নির্মম প্রথা! . নারী ও পুরুষের শরীরে একই রঙের রক্ত, হৃদয়ের কুঠুরিতেও জন্মেছে মনুষ্যবোধ একই সূতায়, পার্থিব বিপর্যয়েও জেগে উঠে এখানে পুরো সমান মানবিকবোধ, পার্থক্য তাহলে বলো কোথায়! . আসুন! আজ নারী দিবসে তাই হই এই মূল মন্ত্রে বলীয়ান ভেঙে গুড়িয়ে দেই নারী ও মানুষের যাবতীয় ব্যবধান- আমি তুমি আজ আর নারী নই, নইকো পুরুষ, শুধুই মানুষ, যাকে বলে একেবারে খাঁটি, শুধুই 'হোমো স্যেপিয়ান!"

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)