অনির্ধারিত

চাঁদের কুহকে বাঁধা জীবনের গান!

চাঁদের কুহকে বাঁধা জীবনের গান!
বেয়াড়া এই মনে শুধু'ই পাপের খেয়াল নিয়ত ধাবিত হয় সে আঁধারে'র পানে কামনা'র স্বপ্ন গড়ে তুলে কাঁচের দেয়াল মোহের সীমানা ঠিক নেই যে এখানে! . মেলেনা হিসাব আজ আমি যতোবার গুনি পার হলো জীবনের কতো না সে সময় বেদনা'র বাঁশি বাজে ওই কান পেতে শুনি নদী'র পাড়ের মতো'ই ভাঙছে এ হৃদয়! . জোছনা'র ছলনা যেন সে ওই চাঁদের কুহক হরণ করেছে গো এই সোনা'র শরীর জানিনা কভু অসুখ কিংবা সুখে নাই হোক দু'দিন থাকতে দাও শান্ত - সুনিবিড়! . এ জনম বৃথা'ই, তবু, পেলে ফিরে সেই দিন শোধ করে নিও তোমরা বেদনার যতো ঋণ!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)