বিবিধ

মাতৃস্নেহের সীলমোহর

মাতৃস্নেহের সীলমোহর
নীহিরিকা! সেই যে একবার কে যেনো বলেছিলো জন্মেছো যখন, একটা দাগ অন্তত রেখে যেও ধরণীতে- হুহ! আমার কিন্তু আছে তিন'টে দাগ, জীবনের বদৌলতে! . প্রথম দাগ আমার রয়ে গেছে মা-মণি'র গর্ভে, যে দাগ রক্তসূতায় সেলাই করে দিয়েছিলো প্রভূত সমাজ, বেদনার নীল সৌন্দর্যে যে সেলাই আজও অদৃশ্যমান একটা ব্যাথা স্বরূপ- শুধু সন্তান'টা খুঁজে বেড়ায় আজো, ছেঁড়া নাড়ীর সেই সীল! . দ্বিতীয় দাগ'টা আমার রয়ে গেছে মা-মণি'র কবরে, মাটির উঁচু ওই ঢিপটা'র গায়ে একটা স্মৃতি-চিহ্ন স্বরূপ, যেন আরেক জনমে জন্মে বলতে পারি, 'এসেছি ফিরে, এবার দুয়ার খোলো মা-মণি'- অনুভব করতে চাই মাতৃস্নেহের অধরা বন্ধন, না পাওয়া প্রাপ্তি'র! . কিন্তু এবার, আমার চির তৃষ্ণার্ত ভিসুভিয়াস এই হৃদয়টা'তে একটা দাগ বসাতে চাই, অতঃপর বিধাতা'কে আটকাতে চাই, নিশ্চিন্ত হতে চাই অপরাপর অনুমতি'তে- ফের মৃত্যু আসবার আগে, শেষ বার জন্মে যাবার আগে চির-অমর জগতে থাকতে চাই দুই জননী নিয়ে! . মা-মণি! আর কেন দেরী! তোমার পা দু'টো দিয়ে এবার এ চির-পোড়া বুকে একটা ভালোবাসা'র ছাপ দাও- মাতৃস্নেহের স্বীকৃতি-স্বরূপ এই স্নেহার্ত দাগ দিয়ে এবার বঞ্চিত আমি, চির বেদনার পুলসিরাত পাড়ি দেবো!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ