বিবিধ

জানাই বিদায় মা তোমায়

জানাই বিদায় মা তোমায়
বন্ধ ঘরের কপাট খুলেই হারিয়ে যাওয়ার সাধ আমার মায়ের ছিলো'রে বুঝি পরাধীনে'র বাঁধ! একেক'টা রাত ছিলো মায়ে'র স্বপ্ন বোনা তায় বরকতের'ই ঝলক উঠা ও প্রভু'র আরশ-ছায়! আকাশ জুড়ে ফেরেশতাদে'র আদরমাখা হাত হুর-পরী'দের হাতে মায়ে'র হলোরে সুখ-স্নাত! আঁতর-জলে গোসল করায় দিলাম রে সাজায় আরশ'ওলা দরজা খুলে ডাক দিয়ে কয় আয়! মা'র আমার বেড়ানো বুঝি হয়নি আজো শেষ ঘর'কে জুড়ে'ই বাতা-বরণ রয়ে'ও গেছে বেশ! জানাই মা'গো বিদায় তোমায় অশ্রুভরা নয়নে- ভালো থেকো চিরটা'কাল জান্নাতি অই বাগানে!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ