চিন্তা নামক ছুটন্ত ঘোড়াটি ছুটে চলে ভবিষ্যৎ নামক অজানা প্রান্তের দিকে,
সেখানে শুধুই আঁধারের লীলাখেলা
বরফের মত গলে গলে পরে সময় নদীর বেলা।
ভবিষ্যতের অন্ধকার কালো হাতছানির ডাক,
জানিনা কোথায় শেষ হবে কার জীবন নদীর বাঁক।
মৃত্যু কেন? কোন আহ্বানে মেলে ধরে তার চাঁদর?
জীবন থেকে কেন চলে যায় মোহময় সব আদর!
সেই অনিশ্চিতের অজানা পথের আজ কেন আমি যাত্রী,
গণ্ড বেয়ে অশ্রু নামে এ কোন আঁধার রাত্রি!
সময় চলেছে, সময় চলেছে,
যাচ্ছে চলে কিছুটা ক্ষণ
সময়ের টানে যাচ্ছে চলে
স্রোতের গহ্বরে এই জীবন।
অশ্রু নদীর প্রতি কনিকায় অনিশ্চিতের বিভীষিকা
হারিয়ে যাবার সব প্রস্তুতি এ যেন মৃত্যু মৃত্তিকা!
কালের আঁধারের সেই চিত্র ভাবিয়ে তোলে এই আমায়,
কখন আছি, কখন যে নেই, কখন জীবন থেমে যায়!
যাবো যাবো করে হয়নি যাওয়া, সময় গড়িয়ে দিনের শেষ,
বিদায়ের ধ্বনি বাজে ঐ শুনো দুঃখের নেই তো কোন লেশ।
মালাকুল মাউতের ফেরেশতা আসবে জলদি খোলো সব কপাট,
পৃথিবীর যতো বঞ্চনা সব বুকে এসে আজ হয় জমাট।
ভবিষ্যতের ধু ধু বালুকায় পরে রই কেন এতো একা
মৃত্যু তোমার প্রতিক্ষায় থাকি দাওনি তুমি আজ দেখা!
সাহিত্য
মৃত্যু মৃত্তিকা
ব্লগটি লিখেছেন: jerin
| ৭ মার্চ ২০১৫
চিন্তা নামক ছুটন্ত ঘোড়াটি ছুটে চলে ভবিষ্যৎ নামক অজানা প্রান্তের দিকে,
সেখানে শুধুই আঁধারের লীলাখেলা
বরফের মত গলে গলে পরে সময় নদীর বেলা।
ভবিষ্যতের অন্ধকার কালো হাতছানির ডাক,
জানিনা কোথায় শেষ হবে কার জীবন নদীর বাঁক।
মৃত্যু কেন? কোন আহ্বানে মেলে ধরে তার চাঁদর?
জীবন থেকে কেন চলে যায় মোহময় সব আদর!
সেই অনিশ্চিতের অজানা পথের আজ কেন আমি যাত্রী,
গণ্ড বেয়ে অশ্রু নামে এ কোন আঁধার রাত্রি!
সময় চলেছে, সময় চলেছে,
যাচ্ছে চলে কিছুটা ক্ষণ
সময়ের টানে যাচ্ছে চলে
স্রোতের গহ্বরে এই জীবন।
অশ্রু নদীর প্রতি কনিকায় অনিশ্চিতের বিভীষিকা
হারিয়ে যাবার সব প্রস্তুতি এ যেন মৃত্যু মৃত্তিকা!
কালের আঁধারের সেই চিত্র ভাবিয়ে তোলে এই আমায়,
কখন আছি, কখন যে নেই, কখন জীবন থেমে যায়!
যাবো যাবো করে হয়নি যাওয়া, সময় গড়িয়ে দিনের শেষ,
বিদায়ের ধ্বনি বাজে ঐ শুনো দুঃখের নেই তো কোন লেশ।
মালাকুল মাউতের ফেরেশতা আসবে জলদি খোলো সব কপাট,
পৃথিবীর যতো বঞ্চনা সব বুকে এসে আজ হয় জমাট।
ভবিষ্যতের ধু ধু বালুকায় পরে রই কেন এতো একা
মৃত্যু তোমার প্রতিক্ষায় থাকি দাওনি তুমি আজ দেখা!
সকল বিভাগসমুহ:
- মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ(১৩)
- সাহিত্য(৩৮৬)
- উৎসব(০)
- পরিবার ও আমি (বিয়ে ,দাম্পত্য,শিশু লালন পালন )(১৩৪)
- মেইক ইউরসেল্ফ (রুপচর্চা,পারসোনালিটি,ক্যারিয়ার,স্বাস্থ্য)(১৩৩)
- উইমেন (সামাজিক,মানসিক,সুবিধা বঞ্চিত নারী)(১৭০)
- অনির্ধারিত(১৫৪)
- ইতিহাসের পাতা থেকে(১৭)
- নোটিশ বোর্ড(৬)
- বিবিধ(৩২৪)
- রান্নাবান্না(১০৪)
- ফিল্ম ও মিডিয়া(২১)
- ধর্ম ও গবেষনা(১০৬)
- অনুবাদ(১৬)
- ইন্টারন্যাশনাল উইমেন(৪০)
- বই পরিচিতি/বই রিভিউ(১৭)
- নিউজ(০)
- অপরাজিতা(০)
- নোটিশ বোর্ড(০)
- তথ্যচিত্র(০)
জনপ্রিয় ব্লগসমুহ:
-
গল্প হলেও সত্যি (শেষ পর্ব)
১২ সেপ্টেম্বার ২০১৯ভিউ হয়েছে: 1833 -
So, if you wishing...
১৫ মার্চ ২০২৩ভিউ হয়েছে: 1722 -
চন্দ্রগ্রহণে চন্দ্রাহত জীবন
৪ ফেব্রুয়ারী ২০২৩ভিউ হয়েছে: 1565 -
নারী ও পুরুষ হোক পরস্পরের সহযোগী
১৭ জানুয়ারী ২০২১ভিউ হয়েছে: 1565 -
এটা কিসের ব্লগ?
১০ মার্চ ২০১৪ভিউ হয়েছে: 1513
অনলাইনে আছেন:
সম্পর্কিত ব্লগ
জুলাই ২০২৪
শুকনোপাতার রাজ্য
১ জুলাই ২০২৫
শুকনোপাতার কথামালা-৫
শুকনোপাতার রাজ্য
২৪ জুন ২০২৫
শুকনোপাতার কথামালা-৪
শুকনোপাতার রাজ্য
১৬ মে ২০২৫
শুকনোপাতার কথামালা-৩
শুকনোপাতার রাজ্য
১৯ মার্চ ২০২৫
লেখকের অন্যান্য ব্লগ সবগুলো দেখুন
সেক্যুলার তুরস্কে নারী ও নারী ভাবনা (পর্ব -৩)
সাফওয়ানা জেরিন
১৬ অক্টোবার ২০১৮
স্যেকুলার তুরস্কে নারী ও নারী ভাবনা ( পর্ব- ২)
সাফওয়ানা জেরিন
১৪ আগষ্ট ২০১৮
স্যেকুলার তুরস্কে নারী ও নারী ভাবনা ( পর্ব- ১)
সাফওয়ানা জেরিন
২৩ জুলাই ২০১৮
মাতৃত্ব একটি পেশার নাম( পর্ব -১)
সাফওয়ানা জেরিন
১৮ ডিসেম্বার ২০১৭
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)