সাহিত্য

মৃত্যু মৃত্তিকা

মৃত্যু মৃত্তিকা
10632773_793697690694260_7466007519803989163_n চিন্তা নামক ছুটন্ত ঘোড়াটি ছুটে চলে ভবিষ্যৎ নামক অজানা প্রান্তের দিকে, সেখানে শুধুই আঁধারের লীলাখেলা বরফের মত গলে গলে পরে সময় নদীর বেলা।   ভবিষ্যতের অন্ধকার কালো হাতছানির ডাক, জানিনা কোথায় শেষ হবে কার জীবন নদীর বাঁক। মৃত্যু কেন? কোন আহ্বানে  মেলে ধরে তার চাঁদর? জীবন থেকে কেন চলে যায় মোহময় সব আদর!   সেই অনিশ্চিতের অজানা পথের আজ কেন আমি যাত্রী, গণ্ড বেয়ে অশ্রু নামে এ কোন আঁধার রাত্রি! সময় চলেছে, সময় চলেছে, যাচ্ছে চলে কিছুটা ক্ষণ সময়ের টানে যাচ্ছে চলে স্রোতের গহ্বরে এই জীবন।   অশ্রু নদীর প্রতি কনিকায় অনিশ্চিতের বিভীষিকা হারিয়ে যাবার সব প্রস্তুতি এ যেন মৃত্যু মৃত্তিকা!   কালের আঁধারের সেই চিত্র ভাবিয়ে তোলে এই আমায়, কখন আছি, কখন যে নেই, কখন জীবন থেমে যায়!   যাবো যাবো করে হয়নি যাওয়া, সময় গড়িয়ে দিনের শেষ, বিদায়ের ধ্বনি বাজে ঐ শুনো দুঃখের নেই তো কোন লেশ।   মালাকুল মাউতের ফেরেশতা আসবে জলদি খোলো সব কপাট, পৃথিবীর যতো বঞ্চনা সব বুকে এসে আজ হয় জমাট।   ভবিষ্যতের ধু ধু বালুকায় পরে রই কেন এতো একা মৃত্যু তোমার প্রতিক্ষায় থাকি দাওনি তুমি আজ দেখা!  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)