সাহিত্য

আমি তোমার মাঝেই স্বপ্ন দেখি

আমি তোমার মাঝেই স্বপ্ন দেখি
hat আমার চোখের আলো নিভে যাচ্ছে ক্রমে, বিবর্ণ হচ্ছে দৃষ্টিরা- আমার শব্দ ক্লান্ত , বিধ্বস্ত! নির্বাক সব সৃষ্টিরা। পৃথিবীর বেলায় বেলায়,  ফুরিয়ে যাচ্ছে আমার দিন, তবুও ঘুমাই স্বপ্ন দেখি, ওপারে জমাই কতো না ঋণ।   তারার মিছিলে হারিয়ে যাওয়ার,  সময় বুঝি খুব কাছে, ডেকে ডেকে বলে - তোমার কি কবি , মধুর কোন স্বপ্ন আছে? বোবা বিবেক আর ঘোলা দৃষ্টিতে হয়ে যাবো বুঝি রাতকানা , আড়ালে বসে তাইতো একাকী গুনছি তার তসবি দানা। রূহের জমিনে কবে যে ঝরে আমার নামের সেই পাতা , সোনালি উঠোনে জানিনা কবে বন্ধ হয় এই কাব্য খাতা। তবুও স্বপ্ন দেখি যে আমি , হে প্রিয় অনুজ তোমার মাঝে , মনের দেওয়ালে রং একে যাও, সকাল বিকাল সন্ধ্যা সাঝে। এইতো আছি , এইতো নেই নিয়ত করি স্বপ্ন চাষ, তোমার চোখেই আলো দেখি- আর কানাকানি করি বারো মাস।  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)