সাহিত্য

কলমের চাওয়া

কলমের চাওয়া
বুক পকেটে লুকিয়ে থাকা কলম বলে, শুনো , আমার নীবে জমানো বীজ হৃদয় মাঠে বুনো । হারিয়ে যেতে চাইনা আমি নোংরা ক্লেদের খাদে, প্রেম, কামনার হাতছানি, আর অশ্লীলতার ফাদে । বুকের কালি বিলিয়ে দিয়ে ত্যাগীর জীবন চাই, আলোর ভুবন গড়ার মাঝে জীবনটা বিলাই । আমার জীবন তোমার হাতে যতই ক্ষুদ্র হোক, আমার নিরব স্লোগান হোক শক্তি, নাতো শোক । এ জীবনে ছোট সময়, বিরাম আমার মানা, লিখেই যাব, আমার কাছে নেইত আপোষনামা । বুক পকেটে লুকিয়ে থাকা কলম বলে, কবি, আমার নীবের অস্ত্রে আঁকো সত্য ন্যায়ের ছবি ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)