সাহিত্য

বসন্ত আসে বসন্ত যায়

বসন্ত আসে বসন্ত যায়
বসন্ত আসে, বসন্ত যায় আমার বেলী ফুলের মালা খোপায় জড়ানোর সাধটা                         মেটানো আর যেন হয়েই ওঠেনা । আমাদের প্রথম আলাপনেই ওকে বলেছিলেম, "আমার  প্রিয় ফুল বেলী" সেই থেকে স্বপ্ন বুনেছি , পদ্মপাতায় শিশির মাখা বেলীর মালা হাতে                           দাড়িয়ে আছে আমার সুজন , স্বপ্ন যেন স্বপ্ন হয়েই  আটকে আছে চোখের পাতায় । গায়ে হলুদের রাতে, বেলীর মালা                           খোপায় জড়ানোর আগেই কার খোপায় যে উঠেছিল, তা আজও রহস্যময়  । অভাবে দিন যেয়ে মাস, মাস যেয়ে বছর, বেলীর সুবাস বাতাসে আর আসেনা ভেসে, বেলী, শেফালিরা  দলবেধে  হয়ত                            আজো উত্সবে মাতে । আর আমাকে দেখ- সংসার চাকায় পিষ্ট হয়ে হয়ে              শরীরে, কংকালে, ধরেছে ঘুন, চোখের নদীতে জেগেছে চর, আর ঘন চুলের জোয়ারে এসেছে ভাটা।               আহারে জীবন ! বসন্ত আসে, বসন্ত যায়, এজীবনে বেলীফুল না পাওয়ার দুখ্খে     ওজীবনের প্রস্তুতি নেয়ার              সময়ই যেন হয়ে উঠেনা !

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)