সাহিত্য

আহ্লাদী মনে কেটেছে বেলা

আহ্লাদী মনে কেটেছে বেলা
আহ্লাদী মনে কেটেছে বেলা            জীবনের জংশনে, ফুলের সুবাসে, প্রজাপতি ভাবনায়             স্বপনে, সংগোপনে । বাবার স্নেহে, মায়ের আদরে              খু...সুটি ভাইবোনে, জীবন কেটেছে এলোমেলো ভাবে              অনিয়মে, বন্ধনে । এসেছে ফাগুন, হৃদয়ে আগুন              উদাস হয়েছে মন, কালো দুটি চোখে একেছি কাজল              গুনেছি প্রতিটি ক্ষণ । মেহেদির রঙ্গে রাঙ্গিয়েছি হাত               গোলাপের চাষ মনে. দুঃখ, সুখে হেসেছি কেদেছি             অভিমানে ক্ষণে ক্ষণে । প্রিয়ের হাতে হাত দুটি রেখে              মেলেছি স্বপ্ন আচল, ক্লান্ত প্রহরে, উদাস হৃদয়ে                বেজেছে বিরহী গজল  । শিশুর হাসিতে মুগ্ধ এ মনে                 একেছি স্বপ্নজাল, ছুট্ট পায়ের ছন্দে আনন্দে                 কেটেছে সময় কাল । অহর্নিশি ব্যস্ত জীবনে                  ছিলনা বিরাম, স্থিতি , অভাবেই উড়েছে সকাল বিকেল                  স্বপ্নের প্রজাপতি । আহ্লাদী মনে কেটেছে বেলা                  জীবনের জংশনে , বেলা শেষে আজ ফিরছি খুঁজে                 অনন্তের সন্ধানে !

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)