সাহিত্য

দগ্ধ কাঠালী গোলাপ

দগ্ধ কাঠালী গোলাপ
বৃষ্টি ধোয়া ছোট্ট কুড়ি নিবিড় ভালবাসায় দুচোখ মেলেছিল, সুর্যের রঙে মাখামাখি হয়ে স্নিগ্ধ হাসি অধরে ফুটিয়ে            বলেছিল, “আমি এসেছি , আমার সুগন্ধে সুবাসিত হবে           এ গ্রহের ছোট্ট নিবাস , নিশ্বাসে প্রশ্বাসে আসবে প্রনবন্ত সুস্থতা, চোখের নীলাভ দুতিময়তায়            স্পষ্ট হবে আমাদের ঠিকানা, মুখের শ্রতিতে আসবে বান বাসযোগ্য হবে আবার আমাদের পৃথিবী । কাঠালী গোলাপ আমি এ আমার প্রতীজ্ঞা,  নয় অভিলাষ” । বৃষ্টি ধোয়া কাঠালী গোলাপ প্রতীজ্ঞাদৃপ্ত দুচোখ মেলেছিল, এসিডের যন্ত্রনায় কুকড়ে, দগ্ধ অবয়বে,            বলেছিল, “আমি এসেছিলাম এ গ্রহ আমাকে দিতে পারেনি সুগন্ধ বিলাবার এতটুকুন অবকাশ”।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)