সাহিত্য

মহাপুরুষ

মহাপুরুষ
423630_2886904217311_35332826_n আপাত দৃষ্টিতে তুমি একজন মহাপুরুষ! মহাপুরুষরা ভালোবাসে আবার বাসে ও না, মাছ ধরে অথচ পানি ও ছোঁয় না সংসার থেকেও যে বৈরাগী! মহাপুরুষ আর মণি ঋষির সব গুনাগুণ নিয়ে যার আবির্ভাব! কয়টা তারা গুনলে শেষ হয় গোণা আকাশের তারা, বলতে পারো? কয়টা পাখি মুক্ত করলে পৃথিবীতে শান্তি নেমে আসবে? জানো কি সেই সংখ্যা! দেশ থেকে দেশান্তরে কয়টি জনপদ রক্ষা করলে পৃথিবীতে মানবতা ফিরে আসবে জানো? তুমি দেশ থেকে দেশে ছুটছ! অথচ বাড়ির পাশের পড়শির খবর রাখো না! পৃথিবীর তাবৎ গাছ উজার হয় বলে তোমার আক্ষেপ অথচ তোমাকে ছায়া দেওয়া মায়ার গাছের শুকনো মর্মর পাতার বেদনার গান শুনেও শুনো না! জল না ছুঁয়েই মাছ শিকার ও করছ আসলে তুমি চাও কি বলো? দুই নৌকায় পা দিতে গেলে জানো তো কি হয়? নৌকাটাই ডুবে যায় শেষে! মহাপুরুষ, তোমার দর্শন তুমি তোমার কাছেই রাখো! তোমাদের মতো মহাপুরুষরা কখনোই একসাথে চাষ করতে পারেনা জগত মরু কিংবা মনের জমিন! হেরার আলোয় যে মহামানব আলোকিত হয়েছিলো যতো যাই বলো, যতো দর্শন, বিপ্লবী চিন্তা! তার দর্শন ছাড়া কেউ মহাপুরুষ হতে পারেনা মহাপুরুষ আর ভালো ব্যাক্তি মানব যে এক মুদ্রারই দুই পিঠ!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)