সাহিত্য

সত্যিকারের প্রিয়তমা

সত্যিকারের প্রিয়তমা
candle-in-hand-big যে কোন রক্ত মাংসে গড়া শরীরের মর্মর ঘ্রাণ,  উন্মাদ মাদকতা, সুগঠিত ওষ্ঠ, চিন্ময় কটি যে কোন সময়ই ঝাঁকি দিতে পারে আদমের সমগ্র আত্মা! শিহরিত করতেই পারে শরীরের লোমকূপ! ঘুমন্ত পশু সত্ত্বাকে জাগাতে পারে সেভাবেই! যেভাবে মোম জানেনা! যে কোন আগুনের সংস্পর্শেই কীভাবে সে গলে যায়! কি বা সেই আগুনের পরিচয়! মোমের জানার কোন মানে নেই! হতেও পারে এ শুধু আগুনের অভিনয়। যে কোন ললনাকেই মনে হতে পারে স্বর্গের দেবী, হাতের একটি কর ধরলেই বুঝি বা স্বার্থক হয়ে যাবে জীবন ও যৌবন! অথচ, সেই হাত প্রিয়তমার নয় হয়তো! হয়তো সে কখনোই হবেনা মনের মানুষ ছায়াসঙ্গী কিংবা মায়াবিনী তরুলতা। সাত সকালে ঘুমের চাঁদর ছেড়ে যে দিবে পবিত্রতার জল, শিয়রে ধূয়মান পানপাত্র! পরম মমতায় মুখে তুলে সে দিবেনা কখনোই আহার্য! আদমের পথে সে হয়তো বাতায়ন মেলে সজল চোখে প্রতীক্ষাও করবে না! যে হাত ধরতে পারলেই সার্থক মনে হয় জীবন যৌবন, তা কি সত্যিকারের প্রিয়তমার হাত? যে ঠোটে ওষ্ঠ রাখতে ব্যাকুল তুমি, সেই ঠোটই শুষে নিবে না তো পবিত্রতার নির্মল কোন রাত!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)