সাহিত্য

ঘুমের স্টেশনে খুজি দুশ্সপ্নের টিকিট

ঘুমের স্টেশনে খুজি দুশ্সপ্নের  টিকিট
কাল সারারাত ঘুমের স্টেশনে        স্বপ্নের টিকিট কাটতে যেয়ে   হাপিয়ে উঠেছি , বিশাল লাইনে, ভাঙ্গা পায়ে  দাড়িয়ে ঘামে, গন্ধে ভিজে, নিদারুন এক কষ্টানুভুতিতে        তেতিয়ে উঠেছে যেন মন । স্টেশন মাস্টারের খুঁজে  হয়েছি হয়রান । অতপর, বিস্রামাগারের নোংরা চেয়ারে গা এলিয়ে ,         চোখের পাতায় ভারী চশমার ফ্রেম ঝুলিয়ে                বসতেই- চিন্তা এক্সপ্রেস ঢং ঢং করে        তার আগমনী বার্তা শুনিয়ে দিল । একপা , দুপা এগিয়ে       জীবনের কর্মবোঝা টানতে অপারগ আমি           থমকে দাড়ালাম – এইকি আমার গন্তব্যের সঠিক বাহন ? বুক পকেটে শুয়ে থাকা টিকিটের ভাজ খুলতেই  বিস্ময়ে চমকে ওঠলাম,  লাইট পোষ্টের আলোয় দেখতে পেলাম    দুর্বল হাতে মেলে ধরা                   চকচকে দুশ্সপ্নের টিকিট ! তবে কি দুশ্সপ্নের টিকিট নিয়ে            প্রতিনিয়তই চলেছি আমি                           দুর্দশার গ্রামে !

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)