সাহিত্য

জীবন বিলাস

জীবন বিলাস
জীবনের হাইওয়েতে চলতে চলতে একটি বিন্দুতে এসে, বৃত্তটাকে খুজতে খুজতে হতাশার কাটগড়ায় এসে দাড়িয়েছি যেন,       এখানে নাই প্রজাপতি, ঘাস ফড়িঙ্গের চনচ্চলতা,       নেই ভিজে দুর্বাঘাসে        খালিপায়ে পথ চলার সুখ । শৈশবের স্মৃতি নিংড়ে নিংড়ে, কৈশোরের স্বপ্নে ভিজে ভিজে,      আজও যেন শুধু পথ খুঁজে চলা । স্বপ্নহীন ঘুম আর আধারকে সঙ্গী করে, জীবনসংগীর সরব উপস্থিতিতে, আত্মজের ঘুমন্ত মুখের নিশ্পাপতায় হাতড়ে খুজি বৃত্তের বলয়, দুশ্চিন্তার কাধে মাথা রেখে      প্রশ্ন করি নিজেকে -       এই গদ্যময় জীবনটা পদ্যময় হবেতো ?

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)