সাহিত্য

প্রজাপতি ভাবনা

প্রজাপতি ভাবনা
প্রজাপতি ভাবনা, উরুউড়ি  আর না স্থির হয়ে ধরা দাও মনে, লুকোচুরি, হুড়হুরি, তোরে  নিয়ে কিযে করি এত কেন জালাতন প্রাণে । রংধনু পাখা নিয়ে বাতাসের গতিবেগে সারাদিন উরুউড়ি খেলা ! কখনো কি ভেবেছ  পিছুটান জীবনের ? কখন যে শেষ হবে বেলা ? একে একে  বেলা হল, তবু নেই স্বস্তি ভাবনারা পাখা মেলে আকাশে, আধারের রাত ভেঙ্গে, তারাদের আয়জনে রূপ নাহি মেলে ধরে প্রকাশে । ফুলেদের সাথী হয়ে  ঘুরো ফুলবাগানে , নেই কোনো বেদনার নীল, মনে মনে ধরা দাও, তবু নাই নাগালে শুধু দেখি পাখা ঝিলমিল। জোনাকির  গানে গানে, প্রাণ কর উচাটন এসে ধরা দাও মোর হাতে , সোনালি রং মেখে. ছুটো  দুটি পাখা মেলে সখা সখী হই দুজনাতে ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)