সাহিত্য

ঘুমহীন আমিই শুধু ভেজানো বারুদ

ঘুমহীন আমিই শুধু  ভেজানো বারুদ
এমন এক সময় ছিল-  যখন দুচোখে ঘুমের অঞ্জন মেখে ঘুমাতাম  ঘুমের রাজ্যে ছিলাম রাজ্কন্না কংকাবতী যেন ঘুম ভাঙ্গাতে আমার জীয়ন কাঠির স্পর্শ চাই চাই ডালিমকুমারের অজেয় সাহসিকতা ।  এখন আমার নির্ঘুম কাটে সমস্ত রাত টিনের চালে শিশিরের পতন শুনি টুপটাপ দুরে শুনা যায় পশুদের বুটের আওয়াজ চমকে ওঠি বার বার , নিকষ আধার কেটে উচচকিত হয় অগ্রজের কান্না পিতামহের নির্বাক  দৃষ্টি ধরিয়ে দেয় রক্তে আগুন মনে হয় ঘৃণিত শব্দের বুলেটে বিদ্ধ করি ওদের বুক জিঘাংসার দিয়ালে ছুড়ে দেই দশটি এটম, অকশ্শাত অপারগতায় খসে পরে বিনুনি আমার দুচোখের পানির রেখা যেন দীর্ঘায়ত নদী  ভাসিয়ে দেয় মাটির সবুজ, মাটির ঘরে পরিজনদের কি নিশ্চিদ্র ঘুম ঘুমহীন আমিই  শুধু  ভেজানো বারুদ  ।  এখন আমার নির্ঘুম কাটে সমস্ত রাত আধারের রং তবু হয়না ফিকে, বিদ্দস্ত বাড়ির অন্গ্গিনায় মরা পাতা মাড়িয়ে মাড়িয়ে একজন খালিদের প্রতিক্ষায় ভাঙ্গা দরজার খুটি ধরে ঠায় দাড়িয়ে থাকি আমি রক্তজবা চোখে ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)