সাহিত্য

মরণ ফাঁদ

মরণ ফাঁদ
Felani-new কাঁটাতারে গেথে যাওয়া ওই ফেলানির লাশ খাবলে খেতে দেখো কতো হায়নার উল্লাস! কতো রঙ্গ জানোরে বন্ধু কতো রঙ্গ জানো! সুযোগ বুঝে এই কলিজায় মরণ আঘাত হানো! মুখ ফাটে তো বুক ফাটে না অবুঝ ললনা বোলো না আজ, তোমার মনের আর্তি বোলো না! তোমার কান্নায়  রুদ্ধ করে সব বিবেকের দুয়ার, সময় আসে পাপের লাশে কুণ্ঠিত চোখ নোয়ার। নদীর দেশে, পথের শেষে কাঁটা তারের বাঁধ অবুঝ শিশু সবুজ কন্যার ওকি মরণ ফাঁদ!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ