সাহিত্য

মেয়ে! অন্তত একটি প্রেম করো

মেয়ে! অন্তত একটি প্রেম করো
images (3) সেদিন একজন বলল – মেয়ে! অন্তত একটি প্রেম করো তোমার চোখের নীচে পড়েছে কালি, চেহারায় চিন্তার ছাপ, হৃদয় ও নিশ্চয়ই ভারাক্রান্ত জীবন ভাবনায় খাঁজকাটা কথার দ্যুতি তোমার কোথায় হারাল? জীবনে অন্তত একটি প্রেম করো! প্রেম করলে শুদ্ধ হবে আত্মার আলয় বোধের কিশলয় হবে মুক্ত, চিত্তে এনে দিবে প্রশান্তি, ললাটের লাবণ্যপ্রভা, মুখে সূর্যের তেজ আর মনে মায়াবী জ্যোৎস্নার আসর! আমি ভাবি- মানুষের জন্য প্রেম মানুষের সাথে প্রেম আর মানুষের দ্বারা প্রেম! তিনটি বাক্যই ভঙ্গুর আর আপেক্ষিক কখনো বা কালের ক্ষণস্থায়ী কড়চা! এই যে তাজমহল, শিরি ফরহাদ, লাইলি মজনুদের শত উপাখ্যান, প্রেম কি তাদের অমর করতে পেরেছে? মানুষের মুখে মুখে কথ্য হলেই কি লোকে অমর হয়? না পেরেছে পরমাত্মার সাথে প্রেমের আনন্দ, প্রতারতাহীনতার প্রশান্তি! হাঁটু সমান করে গলা সমান পাওয়ার আত্মতুষ্টি? মাটির হিয়ায় ভালোবাসার শামদান জেলে লাভ কি হয়? সে তো তিনদিন চাররাত্রি পেরুলেই বদলে যায় ভালোবাসার মানুষ! মানুষের সাথে প্রেম! সময়ের বালুচরে ডুবে যাওয়া একটা পানকৌড়ির মতো, অতিরিক্ত জলে জমে যায় যার শিরা উপশিরা। মানুষের দ্বারা আর যাই হোক প্রকৃত প্রেম হয়না! অম্লজান শুষে নেওয়ার জন্যও যে আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী! তবে একদিন ঠিক আমিও প্রেম করবো জেনো! সত্যিকারের প্রেম, প্রেমের নামে জুয়াখেলা নয়। আমি মন প্রাণ সপে দিবো পরমাত্মাকে! যে শুধু দিতেই জানে, নেয়না কিছুই, যার সাথে নেই চাওয়া পাওয়ার মান অভিমান, স্বার্থপরতার নিষ্ঠুর খেলা। তাকে অর্ঘ্য দিবো পাপে ম্রিয়মাণ আত্মা, অঙ্গনে ঝরাবো অনুতাপ বিগলিত বিশুদ্ধ অশ্রু। দু হাত বাড়িয়ে হাতড়ে বেড়াবো আরশের ছায়া যেভাবে প্রেমিকা খোঁজে প্রেমিকের বাড়ির দুয়ার পাগলের মতো খুঁজবো তাকে চিৎকার করে বলবো আমি তোমায় বড় ভালোবাসি প্রভু। সেদিনই আমি পূর্ণতা পাবো, প্রকৃত প্রেমের শুদ্ধ পানিতে স্নান করে হবো একজন পরিপূর্ণ মানুষ.........

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ