সাহিত্য

বই

বই
download (3) গৃহে গৃহে ঠাসা বই নেই তাতে ছোঁয়া বইগুলো কেঁদে মরে অশ্রুতে ধোয়া বইদের কণ্ঠ স্তব্ধ ও রুদ্ধ মানবের নামে তার অভিযোগ ক্ষুব্ধ কালের স্রোতের সাথে বাঁধা আছে তারা অভিমানে নিশ্চুপ নেই কোন সাড়া বইগুলো পড়ে আছে, ছায়ামায়াহীন মুখটা তাদের আজ কতো না মলিন বই আছে তবু নেই বইয়ের সমাদর অজ্ঞতার ফুলে ভরা জাতির চাদর হে জাতি! জেনে নাও সেই ইতিহাস পাছে কেউ না করো নিজ পরিহাস এ জগতে যেই বড় , বড় তার জ্ঞান বই হোক চিন্তা , বই হোক ধ্যান জীবন তো একটাই, একটাই পণ জানো শুনো বুঝে নাও মানব আমরণ।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)