সাহিত্য

কবে ছায়াহীন হতে পারবো?

কবে ছায়াহীন হতে পারবো?
998867_486435378112771_1382897205_n কবে ছায়াহীন হতে পারবো? জানতে চেয়েছিলাম মায়া বৃক্ষের কাছে নির্বিকার এক সকরুণ হাসি হেসে বলল- ছায়ার প্রতি এখনো নাকি দূর্বার টান আছে! কবে পিছুটান ভুলবো? মুক্তপক্ষ বিহঙ্গের ডানা মেলে পাখিরা বলল- বাবুই পাখির বাসাটা তবে এসেছ কেন ফেলে? জানতে চেয়েছিলাম উদার আকাশ তরে, ভিজিয়ে জলে বলেছে সে ও- ভালোবাসা আছে এখনো হৃদয় ঘরে। দুর্দান্ত বেগে তরঙ্গের মতো কবে ভাঙবো ঢেউ? সাগর বলে- বুঝেছি তোমার আছে আপন কেউ! কোন একদিন পড়ন্ত এক জীবন গোধূলিতে, কুয়াশা জড়ানো আঁধার এক আলস্যময় শীতে- ইথারে ইথারে ভেসে আসে যতো প্রশ্নের উত্তর, বৃক্ষ সাগর আকাশকে যা জিজ্ঞেসেছি জনমভর। যেদিন কাউকে শুধাবেনা তুমি ছায়া ভুলবে কিনা! সেদিন বুঝবে বেজেছে তোমার মায়ার বিদায় বীণা যেদিন তরঙ্গ হয়ে অকারণ দু ধারে ভাঙবে ঢেউ , বুঝে নিও পিছনে অপেক্ষায় নেই তোমার আপন কেউ ছায়ার মায়া সত্যিই যদি ভুলে যেতে আজ চাও! কাল গতির পাতা খুলে কেন বেদনার গান গাও!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)