সাহিত্য

ডাকার মতো ডাক

ডাকার মতো ডাক
muslim-hands-dua-supplication শুনেছি, ডাকার মতো ডাকলে নাকি তুমিও সাড়া দাও, ঢালার মতো ঢাললে অশ্রু বুকে টেনে নাও। নাও! আজ এসেছি তোমার ঘরে সব পিছুটান ভুলে, পাপগুলো সব ভাসিয়ে দিলাম নীল দরিয়ার কূলে। নীল দরিয়া ডাকল কতো কান্না মাখা সুরে, তবুও তাকে রেখে এলাম যোজন যোজন দূরে। ডাকার মতো ডাকবো বলেই সাঝের বেলায় ফেরা, হৃদয় আমার তোমার প্রেমের আলোর খেলায় ঘেরা। বুকে জ্বলে ধুকে ধুকে আদম হাওয়ার প্রাণ, সহজ তো নয় অশ্রুত রাখা মাতাল হাওয়ার গান । তবুও জানি জীবন মানেই পদ্ম পাতার পানি, লঘু পাপে বইতে হবে গুরু পাপের গ্লানি। তোমার কি যায় আসে প্রভু , বিচার দিনের স্বামী, পাপ পুণ্যের আঁধার তুমি, তুমিই অন্তর্যামী। রক্ত মাংসের আদল দিয়ে বানাও তুমি যাকে, দিকভ্রান্ত সে হতেই পারে জীবন নদীর বাঁকে। সকাল বেলা যে মানেনা তোমার কঠিন বাঁধা, নসীবে তার লেখাই থাকে সাঝের বেলায় কাঁদা। তবুও দেখো সাঝের বেলায় তোমার কাছেই ফেরা, দরখাস্ত কবুল করো, হোক না পাতা ছেড়া ......

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ