সাহিত্য

এমন একটা হৃদয় ছোঁয়া কাজের কথা বলো

এমন একটা হৃদয় ছোঁয়া কাজের কথা বলো
  images (5) তোমার  এমন একটা হৃদয় ছোঁয়া কাজের কথা বলো! একাকী যা ভাবলে করবে দু চোখ ছলছল! এমন একটা মন ভোলানো সন্ধ্যা বিকেল কই? স্মৃতি হাতড়ে পাবার আশায় চাতক চেয়ে রই! মনটা তুমি দখল নিতে করলে কতোই ছলা, নিঃস্বার্থ অনেক কথাই হয়নি আজও বলা! এমন একটি হৃদয় নিংড়ানো ত্যাগের উপমা আনো? যে দাবীতে মনের জমিন চাষার দাবী টান! স্বার্থ তোমার সকাল বিকাল সন্ধ্যা বেলার শেষ, বাকি সময় যতোই থাকো চেয়ে অনিমেষ- তোমার ছোঁয়ায়, আবেগ ধোঁয়ায় হৃদয় ছোঁয় না আজও , দাগ কাটে না মন ভুলানো তোমার শত কাজ ও। বাক্যবাণে শব্দটানে অভিনয়ের গান , সত্যি জানো! জুড়ায় না তায় আমার মন প্রাণ। মনটা জানি কোথায় গেলে পাবে মনের সুখ, তোমার কথায় পেলাম শুধু এক জীবনের দুখ! তুমি সাগর হলে? পেরেছ কি দিতে এমন একটা ঢেউ? কূলহীন হয়েও খুঁজে পেতাম যেথায় আপন কেউ.........

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)