সাহিত্য

সোনালী কাবিনের এপার ওপার

সোনালী কাবিনের এপার ওপার
images (4) সোনালী কাবিনের এপারে ওপারে দুই জনমের ছেদ, তিনটি কবুল কয়টি শব্দে স্বর্গ মর্ত্যের ভেদ।  মনে প্রাণে মিশেও কমেনা এখানে শঙ্কার বালুঝড়, এখনো আপন, একটুকু পরে হবেনা সেই তো পর! একটি কাবিন কয়টি সোনালী নামের অংক সই, তারই নিমিত্তে কতো লৌকিক আচারের হইচই! অথচ, এপারে সর্বনাশা পাপের বসত বাড়ি, ভালোবাসা কবে অভিশাপ হয়ে অজানায় দেয় পাড়ি! মুচকি হাসির যে আসরে বিধাতা হাসেন নিজে, অগোচরে ঐ চুক্তি বিনে তাই পাপ ডাকে কি যে! একটু দয়া একটু মায়ায় যেখানে নেকীর সাগর, এপারে তাই পরিণত হয় বীর্য ত্যাগের ভাগড় একটি সোনালী কাবিনের মাঝেই মানুষ হওয়ার গান, ওপারে দেখি সব কোলাহলে পশুত্বের প্রয়াণ। অর্ধেক দ্বীন পূর্ণ হয় যে চুক্তি নামার নামে সুখ কিনে লোকে দু"হাত ভরে পবিত্রতার দামে। ওপারে দেখো, অর্ধেক জীবন পাপে পাপে ভরে যায়, অসহ্য ব্যাথা অবিশ্বাস বুকে আজীবন তড়পায়

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ