সাহিত্য

প্রেমিক তোমার

প্রেমিক তোমার
a80730e6f8d6a783aa42dee95add_500_333 মুগ্ধ দিনের মুগ্ধ ক্ষণে দুনিয়া রঙিন,  থাকতেই পারে প্রেমিক তোমার চেয়ে পলকহীন! আষাঢ় যখন বৃষ্টি হয়ে নামে মাটির বুকে, প্রেমিক তখন নাও ভাসাতে পারেই পরম সুখে। পুতুল পুতুল খেলনা পুতুল খেলতে সেও জানে, কাজ শেষে আসবে ছুটে শুধুই তোমার টানে! মাটির দেহে যদিও বিধি করেন জীবন দান, তবুও যেন ভোগেই শুধু মত্ত ভ্রমর প্রাণ কিন্তু যখন সাঝের বেলায় একলা একা তুমি, আবাদ করতে কেউ আসেনা তোমার মরুভূমি। জীবনের কাছে যখন মানো বারবার পরাজয়, প্রেমিক তোমার করে তখন নিদারুণ অভিনয়। যখন তোমার চোখের পাতায় অশ্রুর বারিঝড়, প্রেমিক তোমার দেখবে তখন কেমন স্বার্থপর। সমব্যাথি শব্দটি সহজ নয় তো মোটে, বিষ নিয়ে মনে প্রেমিক প্রবর মধু মাখে ঠোটে। জী হুজুর, জনাব আপনি তো একেবারেই ঠিক, উল্টো বলেই দেখো প্রেমিক হারাবে তার দিক! পুতুল তুমি, পুতুল থাকো ইচ্ছার কথা বাদ, মন চাইলে সেই করবে পূরণ তোমার সাধ! খেলবে ভাঙবে আবাদ করবে তোমাকেই বারো মাস, ইচ্ছা হলেই আবার করবে নতুন জমিন চাষ

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ