সাহিত্য

আকাশ মাটি

আকাশ মাটি
download (1) আকাশ বলে- মাটি তোরে বড় ভালোবাসি, মন চায় তোরই কাছে বারবার ফিরে আসি! বৃষ্টি হয়ে হৃদয়টা তোর একটু খানি ছুই,  গা এলিয়ে তোরই বুকে একটু খানি শুই। যখন আমার আনন্দরা ঝিলমিলিয়ে ঝরে, ইচ্ছে করে মিশে যেতে জড়িয়ে তোকে ধরে। তুই যে আমার কতো প্রিয় ভীষণ আপন জন, যোজন যোজন দূরে থেকেও কাঁদে আমার মন। মাটি বলে- আকাশ তোমায় ভাবি কতো কাছে, কিন্তু দেখো এই দূরত্ব এখনো টিকে আছে। সত্যি যখন তুমি আমি বিশ্ব নিখিল, সত্যি এও হবেনা কভু তোমার সাথে মিল। তৃষ্ণা নিয়ে আমার দিকে চেয়ে রবে তুমি, তোমার অশ্রু বিনে আবার আমিই মরুভূমি! তোমার কান্না করবে আমার উশর জমিন চাষ, তবুও আমায় বাসবে ভালো তুমিই বারো মাস। বৃষ্টি হয়ে নেমেছ তুমি কতবার এই বুকে, তবুও দেখো এই দূরত্ব যায়নি আজও চুকে । নীচে থেকেই হাত বাড়িয়ে ছুতে চাইলাম কতো, পেয়েছি জল, পাইনি তোমায় কখনো মনের মতো। ঘাড় বাঁকিয়ে আমায় দেখে তোমারই বা কি সুখ, তবুও কেন আমায় পেতে এতোটা উন্মুখ! তোমার আমার মিলন মানেই প্রলয় নামার গান, "ধ্বংস জগত" এই কি তোমার চাওয়া নীল আসমান! তারচেয়ে আঁকি দূরে থেকেই ভালোবাসার রেখা, শেষ বিচারের দিনেই হবে তোমার সাথে দেখা।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ