সাহিত্য

কিশোরীর প্রেম

কিশোরীর প্রেম
BeQeq প্রতিটি কিশোরীই ভাবে সে কখনো অনুতাপে পুড়বে না ভালোবেসে আর যেই ঠকুক সে কখনোই ঠকবে না। অষ্টাদশী মাত্রই ভাবে এই সেই রাজপুত্র মিলে যাবে দুইয়ে দুইয়ে চার সুত্র তরুণীরা তাকে দেয় ভালোবাসার মালা সেই দিবে সব সুখ , মেলে ফাগুন ডালা কিন্তু, একদিন আলো ছায়ার খেলায় রাজপুত্র হারিয়ে যায় মন বিকানোর মেলায় ভালোবাসার মালা ফুল বাসি নিষ্প্রাণ কেউ আর বলে না- আই লাভ ইউ জান! কিশোরীর হাসি মাখা কচিকাঁচা মুখ অনুতাপে খাঁ খাঁ করে ভেঙ্গে যাওয়া বুক! এই ফুল জীবনে একবারই ফোটে একবারই মধুবনে মৌমাছি জোটে একবারই চাষ হয় ভালোবাসার জমি সময়ের আগে পাবে কঙ্কাল মমি! ভালোবাসে যদি কাঁদে অনুতাপে মন মনে রেখো, এই নয় কাঙ্ক্ষিত জন! বয়সের ভাজে ভাজে রুপেরা বিলীন তারই সাথে যদি হয় ভালোবাসা লীন! তারচেয়ে মধু থাকুক জমা আবেগ ঘরে, এখানেই সাজাই ফুল খাঁটি ভালোবাসার তরে!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ