সাহিত্য

ভাল্লাগেনা

ভাল্লাগেনা
sadiablog_1237979623_1-3337643167_3871cac07c যে রোদ আমার জীবন রাঙায় নিত্য দিন, যার কাছেতে জমা আছে হাজার ঋণ আজকাল আমি সেই রোদেরই খুঁত খুঁজি, আলো ছেড়ে অন্ধকারেই চোখ বুঝি। আজকাল আমার ভাল্লাগেনা জ্যোৎস্না জল, যে জল ছুতে করতো আঁখি টলমল। আজকাল আমি সেই জলেরই দোষ ধরি, গড়া জিনিষ ভেঙ্গে ভেঙ্গে ফের গড়ি। আজকাল আমার ভালোবাসায় অভিনয়, হয়তো সবই বিশ্বাসেরই পরাজয়। আজকাল সেই হৃদয় ছোঁয়া বাতাসে, আমার নাকে কেমন বিষের ঘ্রাণ ভাসে। যে রোদ গায়ে মাখতে লাগে এতো ভালো, সে রোদে জীবন পায়না কেন সেই আলো! যে জ্যোৎস্নার মায়ায় আছে এমন টান, তারই সাথে কেন এতো অভিমান! যে বাতাসে প্রাণ ভরে যায় ভোর বেলায়, মন বসেনা তারই সাথে কোন খেলায়। আজকাল আমার হারিয়ে ফেলার ভীষণ ভয় সুখ পেয়ে লোক এইভাবেই কি দুঃখী হয়!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ