সাহিত্য

ক্ষমাই সব সমাধান নয়

ক্ষমাই সব সমাধান নয়
images (3) ক্ষমাই সব সমাধান নয়, শাস্তির দরকার আছে নিশ্চয়। যে চোখে বারবার অশ্রু ছলছল হয়, অকারণ ক্ষমায় সে চোখই করে নির্ভুল অভিনয়। দুর্বলতা যদি হয় ক্ষমা প্রার্থনায় শেষ, ভুল শুধরাতে অযথা কেউ করেনা কষ্ট ক্লেশ। চামড়ার ঠোটে বুলি আওড়াতে কি ই বা এমন লাগে, বিনীত কথায় মন গলে যেতে পারেই অনুরাগে! অনেক বড় অভিনেতা সে কথার জাদুকর, ক্ষমা চাইতে বিগলিত তার মিথ্যুক কণ্ঠস্বর। হয়তো এখনো দগদগে ঘা বুকে জ্বালা এনে দেয়, হাত পেতে সে নিঃস্বার্থ ভালোবাসার রক্ত যে শুষে নেয়! মাফ চেয়ে চেয়ে অন্য ভুলের সম্মতি সে যে পায়, একই মানুষ তাই বারবার সেই একই ভুল করে যায়। আর নয় তাই নিঃশর্ত ক্ষমার অঙ্গীকার, তোমার দোষীকে শাস্তি দেওয়ারও আছে কিছু অধিকার। দুনিয়া বড়ই কঠিন যায়গা, বোকার জাহান্নাম, নিঃশর্ত ভালোবাসা ক্ষমার এখানে নেই তো দাম। অন্যায় যে করে তারচেয়েও বড় পাপী কে তা জানো? অন্যায় সয়ে তুমি যে শত অন্যায় ডেকে আনো। এতো প্রেমময় সৃষ্টিকেও বিধি ভুলের শাস্তি দেন, পাপ বোধ শেষে যদিও আবার কাছে টেনে তিনি নেন। যুগে যুগে তাই ভুলের শাস্তির মন কাড়া আবেদন, অনুতাপে যেন বারবার কাঁদে সকল পাপীর মন

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ