সাহিত্য

মানব মানবী

মানব মানবী
manob একদিন, গোধূলির আলো ছায়ায় ,  কালো কমলা রঙের খেলায়, মানব বলেছিল - হে মানবী! তুমি র্নিবোধ ললনা মাত্র, আমার জন্য কান্নার নীর ঝরাও , ব্যাকুলতায় হৃদয় করো টলমল , র্নিবোধ হে তুমি নারী ! এক অবুঝ ললনা মাত্র! অহংকার ঝরে ঝরে পড়ে গণ্ডদেশ বেয়ে , মানবের চোখে মুখে আজ সূর্যের তেজ। "অথচ আমি মানব, এক ভিন গ্রহবাসি স্বার্থপর্‌ , অবোধ বনিতা , আজো আমায় চিনতে পারনি? ভিন গ্রহবাসির মতোই দুর্বোধ্য তোমার কাছে, কখনো এই আমি ই তোমার শরীরের পেলব রেখায় ওষ্ঠ ছোঁয়াই ! তোমারই বুকে উষ্ণতা ছড়িয়ে, তোমাতে মিশেই হয়ে যাই, এক অভিন্ন স্বত্বা। আবার প্রয়োজনে , এই তোমাকেই আস্তাকুড়ে ছুড়ে ফেলতে জানি, এই তোমাকে ভুলেই মগ্ন হতে পারি , বিলীন হতে পারি আমার পৃথিবীতে , অথচ মানবী তুমি! পারো কি আমায় ভুলতে? পারো কি আমার শত অবহেলার পরেও , নিজেকে সমর্পণ না করে থাকতে? তোমার নিজস্ব কোন স্বত্বা নেই তুমি আমাতেই আছো মিশে, আমাতেই তোমার রঙধনুর রঙ খুঁজে ফেরে তার দিশে। তবে মানবী, মেনে নাও এই নিয়তি, এই নিয়ম - , মেনে নাও অবহেলা মানবের উপহার ভেবে, জীবন করো হে ধন্য পুজার ফুল দিয়ে কেবলি মানবের পদতলে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ