সাহিত্য

জেসমিন বিপ্লব

জেসমিন বিপ্লব
আমরা কথা বললেই আপনারা আমাদের প্রজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেন। বলেন, আপনারা নাকি সব ব্যপারেই আমাদের চেয়ে অভিজ্ঞ। আমরা নাকি কিছুই বুঝিনা, সব কাজে কেবল আপনারাই সঠিক।   অথচ, আমাদের বিপ্লবের ইতিহাস ত হাজার বছরের পুরোনো, আমাদেরইতো কয়েকজন দৃঢ়পদে বুকে বিশ্বাস নিয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছিল। এরপর সে দলটি, তাদের সাথী কুকুরটি সহ আশ্রয় নিয়েছিল গুহায়, একদিন একদিন করে সে বিপ্লব ত চলল একাধারে টানা তিনশ-নয় বছর।   কেন, তিউনেশিয়ার মোহাম্মদ বুআজিজির কথা আপনাদের মনে নেই ? সেই সাতাশ বছরের টগবগে ছেলেটা- যে নিজের গায়ে আগুন ধরিয়ে, তেইশ বছরের স্বৈর শাসনের প্রতিবাদ করল ? জীবন দিয়ে আনল জেসমিন বিপ্লব ?   সে তরুণদের কথাও কি ভুলে গেলেন - যারা মোবারকের বাহিনীর সাঁজোয়া যানের সামনে দিনভর বুক পেতে দাড়িয়ে রইল ?   আমরা যখন বেন আলীর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়লাম, আর যখন তাহরিরে জড় হলাম আপনারা ত প্রথমে যেতে চাইলেন না। বললেন, এতে নাকি বিশৃঙ্খলা বাড়বে। আমরা বলেছিলাম, “ বিপ্লব তো সুশৃঙ্খল হয়ে সারিবদ্ধভাবে অত্যাচারীর সামনে দাঁড়িয়ে থাকা নয়, মাথা নিচু করে দিনের পর দিন সহ্য করে যাওয়াও নয়, শৃঙ্খলা আনতে হলে কখনো কখনো বিশৃঙ্খল হতে হয়”।   রাবা স্কয়ারের কথাও কি আপনাদের মনে নেই ? সেই আসমা বেলতাগি মেয়েটার কথা ? যে মেয়েটা শেষ পর্যন্ত হাসি মুখে লড়ল জান্তার বুলেটের বিরুদ্ধে।   বিপ্লবের ইতিহাস ত আমাদের রক্তের সাক্ষ্য দেয়, যুগে যুগে আমরাই ত বেনআলী-মোবারক দের পতন ঘটাই আমাদের রক্ত থেকেইত আসে জেসমিন বিপ্লবের ঘ্রাণ।  

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)