সাহিত্য

ব্যাকুল স্বপ্ন

ব্যাকুল স্বপ্ন
খুব করে যদি চাই কিছু জোনাকী আজ রাতে... আমাকে কি পাগল বলবে তুমি? যদি চাই কিছু সময় খুব...খুব এই আমার করে? জোনাকীরা আসতেই পারে, ওদের কোন সংকোচ নেই কিনা! বাতাসে ভর দিয়ে হারিয়ে যেতে চাই খানিক আমিও, শশব্যাস্ত এই জীবনের হাড় পাঁজর ভেদ করে নিতে চাই সতেজতা। এই ছুটে চলা নিয়ন জ্বলা রাত গুলোতে, এমন চাঁদের আলোয় ভেসে যাওয়া সুখ প্রহরে,  মাঝে মাঝে বড় স্বার্থপর হতে ইচ্ছে করে। ইচ্ছেদেরও ইচ্ছে করে স্বাধীন হবার, স্বপ্নের ডানায় ছেড়ে দেই ইচ্ছে গুলো... শরতের বাতাসে ভেসে থাকা সফেদ মেঘের মত স্বপ্ন।।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)