সাহিত্য

তুমিই তো সেই, যাকে ভালোবাসি!

তুমিই তো সেই, যাকে ভালোবাসি!
তুমি শুধু শরৎ নও শুভ্র সকালে নরম ঘাসে ছড়ানো শিশির বিন্দু তুমি শুধু ভালোবাসা নও ছোট্ট মনের গহীনে লুকানো মায়ারই সিন্ধু তুমি শুধু সুনীল নও সুনীল আকাশে তুমি ঐ সাদা মেঘের ভেলা তুমি শুধু স্নিগ্ধ নও নদী তীরের স্নিগ্ধ হাওয়ায় কাশফুলের মেলা তুমি শুধু গোধূলি নও গোধূলি বিকেলে তুমি বর্ণালী আলোর লুকোচুরি তুমি শুধু বসন্ত নও বসন্তের নব পল্লবে তুমি নতুন ফুলেরই কুঁড়ি তুমি শুধু সন্ধ্যাকাশ নও সন্ধ্যাকাশে হাজার তারার ভিড়ে শুকতারার উপমা তুমি শুধু ভালোলাগা নও আমার এক জনমের ভালোলাগার নিবিড় সুষমা তুমি শুধু রাতের স্বপ্ন নও তুমি স্বপ্নের সেই যার লাগি পথ চেয়ে থাকি তুমি আশার আলো শুধু নও আশা শূন্য হৃদয়ে তুমি আশার চাতক পাখি তুমি শুধু শুঁক পাখি নও হৃদয় আকাশে তুমি আনন্দ বিধি-নিষেধ হীনা তুমি শুধু জোনাক নও জ্যোৎস্নামাখা নিশীথ রাতে জোনাকির আলপনা মুগ্ধ নয়নে যেদিন দেখেছি প্রথম তোমার ও হাসি সেদিনই বুঝেছি মা'গো, তুমি সেই যাকে ভালোবাসি!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)