বিবিধ

হাটে গিয়েছিলো সালামতের ভাইপো

হাটে গিয়েছিলো সালামতের ভাইপো
সালামতের এক ভাইপো আজ বিকেলে হাটে গিয়েছিলো বাণিজ্য করতে, হাট শেষ করে ফিরে এসে চাচা-ভাইস্তার আলাপ হচ্ছেঃ ভাইপোঃ চাচা, আজ হাটে বাণিজ্য করতে গিয়েছিলাম। চাচাঃ তা যাবি না? বাড়ীতে বসে থাকবি নাকি? ভাইপোঃ হাটে ক’টা কুমড়া নিয়ে গিয়েছিলাম। চাচাঃ তা নিবি না? খালি হাতে কেউ হাটে যায় নাকি? ভাইপোঃ একটা লোক এসে কুমড়োর দাম জিজ্ঞাসা করলো। চাচাঃ তো দাম জিজ্ঞাসা করবে না? মাগনা কিনতে পারবে নাকি? ভাইপোঃ আমি পাঁচ টাকা চাইলাম। চাচাঃ চাবি না? তবে কি মাগনা দিবি নাকি? ভাইপোঃ কিন্তু লোকটা বললো মাত্র দু’টাকা! চাচাঃ তা বলবে না? এতো ছোট কুমড়োর দাম পাঁচ টাকা চাইলেই হলো? ভাইপোঃ আমি বললাম, বাপের জন্মেও কুমড়ো কিনে খেয়েছো? চাচাঃ বেড়ে বলেছিস! কত্ত বড় সাহস, এতো বড় কুমড়োর দাম বলে দু’টাকা! ভাইপোঃ এমন সময় এক পুলিশ এসে পড়লো! চাচাঃ আসবে না! তুই ভদ্রলোকের ছেলেকে গালি দিয়েছিস! ভাইপোঃ পুলিশ এসে কিন্তু কুমড়োর দাম জিজ্ঞাসা করলো! চাচাঃ করবে না? পুলিশ বলে কি মাগনা নেবে নাকি? ভাইপোঃ আমি কুমড়োর দাম পাঁচ টাকা চাইলাম। চাচাঃ বেশ বেশ! পুলিশ বলে কি ডরাবি নাকি! ভাইপোঃ পুলিশ মাত্র দু’টাকা বললো! চাচাঃ বলবে না! পুলিশ বলে কি তারা জিনিসের দাম জানে না নাকি? এতোটুকু কুমড়োর দাম দু’টাকাই তো! ভাইপোঃ আমি বললাম, বাপের জন্মেও কোনদিন কুমড়ো কিনে খেয়েছো? চাচাঃ বেশ বেশ! পুলিশ বলে কথায় ছাড়বি নাকি! ভাইপোঃ তখন পুলিশ আমাকে অনেক মার দিলো। চাচাঃ মারবে না? যতো বড় মুখ নয় ততো বড় কথা! পুলিশের সংগে বেয়াদবী! ভাইপোঃ মারতে মারতে আমাকে থানায় নিয়ে গেলো। চাচাঃ তা নেবে না? তুই পুলিশ কে গালমন্দ করেছিস! ভাইপোঃ সেখানে নেয়ার পর দারোগা এলো। চাচাঃ আসবে না? দেখ না তোর কি হাল হয়! ভাইপোঃ বড় দারোগা এসে আমাকে ছেড়ে দিলো। চাচাঃ ছাড়বে না তো কি? তুই আমার ভাইস্তা না? তোকে আটকে রাখবে কিভাবে!

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ