বিবিধ

আলো আসবেই: গ্রিন ম্যাঙ্গ প্রোজেক্ট

আলো আসবেই: গ্রিন ম্যাঙ্গ প্রোজেক্ট
  লন্ডনে এক এক্স ঢাবি ভাইয়া আছেন। বেশ চিন্তা করেন দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। লাস্ট যে বার দেশে আসেন, তখন গ্রামে যেয়ে কারেন্টের জন্য মানুষের অবর্ণনীয় কষ্ট লক্ষ্য করেন। এরপর লন্ডনে যেয়ে দিন রাত এক করে সোলার পাওয়ার ব্যবহার করে কীভাবে আসলেই কার্যকর কিছু বানানো যায়, সেই চেষ্টা করতে থাকেন। এবং তিনি সফল ও! এমন এক জিনিষ বানালেন যেটা গতানুগতিক সোলার প্ল্যান্টের চেয়ে অনেক ইজি ব্যবহার করা । এটা ক্যারি করা যায়। এটা দিয়ে ৪ টা জিনিষ চালানো যায়। আমাদের দেশের মানুষ তো প্রতিভার দাম দিতে জানে না! তাও তার এই আবিষ্কার দেশের জন্য। ইন্টারন্যাশনাল স্বীকৃতি দরকার । তিনি একটি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। কিন্তু বেচারা ফেইসবুক সম্পর্কে খুব একটা পারদর্শী নন। তার অনেক অনেক লাইক দরকার। কাল রাত ১২ টায় লাইক দেওয়ার সময় শেষ। খুব হতাশ হয়ে গেছেন। আমরা কি পারি না আমাদের দেশের এই প্রতিভাবান বিজ্ঞানীকে একটু উৎসাহ, একটু সাহায্য করতে? প্রথম কমেন্টে লিঙ্ক দিলাম। গ্রিন ম্যাঙ্গ প্রোজেক্টে লাইক দিতে হবে এই পেইজের। অন্য প্রোজেক্ট এ আবার দিয়েন না। ওগুলো সাদা চামড়াদের।   এই লিঙ্কে গেলে সরাসরি ভোট দিতে পারবেন কমেন্টের সময়#Lmbigidea21 দিয়ে কমেন্ট করলে ভালো হয়  https://www.facebook.com/LondonMetStudentEnterprise/posts/625573017519546

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য কর্তৃপক্ষ দায়ী নন।)
সম্পর্কিত ব্লগ